শ্রীপুরে আ’লীগ কর্মীর কান কর্তন, মোবাইল-টাকা ছিনতাই
প্রকাশিত : ৫ মে ২০২০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের এক কর্মী রিয়াজ উদ্দিন প্রধানের (৫৫) কান কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এসময় তারা ওই ব্যক্তির কাছ থেকে ২০হাজার ৬’শ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে একটি সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আহত ওই আওয়ামীলীগ কর্মীর নাম রিয়াজ উদ্দিন প্রধান (৫৫)। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের সামসুদ্দিন প্রধানের ছেলে। তাকে স্বজনেরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসর পর মঙ্গলবার দুপুরে বাসায় চলে গেছে।
আহত রিয়াজ উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বারতোপা বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় আওয়ামীলীগের কর্মী রিয়াজ উদ্দিন প্রধান। পথে গলদাপাড়া এলাকার মিশিধার খালের কাঠের ব্রীজ পার হওয়ার পর স্থানীয় রুবেল (৫০) নামের এক ব্যাক্তি তাকে ডেকে পাশে নেয়। কিছুক্ষণ পর রুবেলের ছোট ভাই এলাকার চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী লাল মিয়া লালুসহ (৪২) আরো ৬/৭জন দুষ্কৃতিকারী তাকে ঘিরে ধরে এবং গামছা দিয়ে তার চোখ–মুখ বেঁধে পার্শ্ববর্তী লালুর বাড়িতে নিয়ে একটি ঘরে আটকে রাখে। তারা রিয়াজ উদ্দিনের সঙ্গে থাকা ২০হাজার ৬’শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে একটি ধারালো ছুরি দিয়ে রিয়াজের বাম কানটি এমনভাবে কেটে ফেলে যে কানের নিচের দিকে আটকে থাকা চামড়ার সঙ্গে ঝুলে ছিল। এসময় খুনের হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং গোয়াল ঘর থেকে একটি গরুর রশি রিয়াজের হাতে ধরিয়ে মোবাইল ফোনে ছবি তোলে। পরে ভয়ভীতি দেখিয়ে আহত রিয়াজকে তাড়িয়ে দেয়। সন্ত্রাসীদের কাছে থেকে ছাড়া পেয়ে রিয়াজ উদ্দিন প্রাণভয়ে দৌড়ে পার্শ্ববর্তী ফুপাতো ভাই আবুল কাসেম প্রধানের বাড়িতে আশ্রয় নেয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষন দাস বলেন, রিয়াজ উদ্দিনের বাম কানে তিনটি সেলাই দিতে হয়েছে। সেলাইয়ের পর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি মঙ্গলবার দুপুরে বাসায় চলে গেছেন।
শ্রীপুর থানার উপ–পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, লাল মিয়া লালুদের সঙ্গে পূর্ব শত্রæতার জেরে সোমবার রাতে লালু–রিয়াজ উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন লাল মিয়া লালুকে আটক করে মারপিট করে । তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাল মিয়া লালুর বিরুদ্ধে ইতোপূর্বে ডাকাতি ও মাদকের ৪টি মামলা রয়েছে। পুলিশ লালুকে আটক করেছে।