দেশজুড়ে

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৬:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

নড়াইলে সেনেটারী দোকানে দূধর্ষ চুরি,  চোর ধরতে পুলিশের একাধিক টিম মাঠে

মো. জিয়াউর রহমান জামী, নড়াইল : নড়াইল সদর  হাসপাতাল  মেইন রোডের পাশে ভওয়াখালি  দেবদার তলা সৌরভ সেনেটারী দোকানে দূধর্ষ চুরি হয়েছে।  চোর ধরতে মাঠে নেমেছে  পুলিশের একাধিক টিম।

দোকানের স্বত্যাধিকারী তাপস কুমার পাল জানান, প্রতিদিনের ন্যায় বিকাল চারটায় দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যায়। পরদিন সকাল ১০ টায় দোকানে এসে চারটি সাটারের একটির তালা ভাঙ্গা আবস্থায় পড়ে আছে দেখতে পেয়ে দ্রুত সাটার তুলে দেখি আমার দোকান ঘরে রক্ষিত সাবমারসিবল ও জেড পাম্প ১৬ টি, পিভিসি এবং পিতলের পানির সাপ্লাই ফিটিংস, থ্রেট টেপ, ও বিভিন্ন ধরনের সেনেটারি ফিটিংস নেই যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকার উপরে।

এরকম পরিস্থিতি দেখে আমি হতবিহ্বল হয়ে কান্নাকাটি করতে থাকি। পরে আশেপাশের দোকানদাররা এগিয়ে এসে আমাকে শান্তনা দেবার চেষ্টা করে। এর পর পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ চুরি হওয়া দোকান পরিদর্শন করেন।

স্থানীয় এমপি মহোদয়, প্রশাসন ও সাংবাদিকদের নিকট আমার দাবী আমার চুরি হওয়া মালামাল যাতে উদ্ধার করা যায় সে ব্যাপারে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে আমাকে বাচাবেন।  এ ঘটনায়  অজ্ঞাত নামাদের আসামী করে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন  তাপস কুমার পাল। মামলা নং-০৯/২০২০।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান সাংবাদিকদের বলেন, এর আগোও অন্য দোকানের চুরি হওয়া মালামাল ও চোর ধরতে আমরা সক্ষম হয়েছি। আজকের বষয়টি দেখলাম। চোর ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by