চট্টগ্রাম

সীতাকুণ্ডে পুলিশের ধাওয়া খেয়ে কার ভর্তি বিদেশি মদ রেখে পালাল পাচারকারী

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৫:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম) :
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইশ বোতল বিদেশি মদসহ একটি কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দিরস্থ জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়া হাইওয়ে থানার একটি টিম রাত্রিকালীন ডিউটি করার সময় ভোরে একটি প্রাইভেটকার (রেজি: নম্বর ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) দেখে সন্দেহজনক মনে হলে থামতে সংকেত দেয়। কিন্তু কার চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে কুমিরা জিপিএইচ ইস্পাত কারখানার সামনে কার থামিয়ে পালিয়ে যায় চালক। এসময় পুলিশ সদস্যরা কার খুলে তল্লাশী করলে পেছনে লুকানো ২০০ বোতল বিদেশী মদ দেখতে পান। তবে কাউকে আটক করা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের সূত্রে আমাদের টিম কারটিকে সংকেত দিলে পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে কার রেখে চালক পালিয়ে যায়। তাই মাদক পাচারের সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। জব্দকৃত মদ ও গাড়ি থানায় নিয়ে আসা হয়।

আরও খবর

Sponsered content

Powered by