চট্টগ্রাম

রায়পুরে বজ্রপাত বিষয়ে সচেনতামূলক সভা

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৫:২০:৫২ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :


লক্ষীপুরে রায়পুরে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ারচর গ্রামে এ সভা হয়। গণসচেনতা বৃদ্ধি করতে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর আয়োজন করে।
আলোচনা সভায় ওই এলাকার ৪০-৪৫ জন কৃষক ও জেলে পরিবারের নারী-পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করেন। সভায় বজ্রপাতের ঝুঁকি ও বজ্রপাত থেকে বাঁচতে করণীয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, ‘সাম্প্রতিককালে বজ্রপাতের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সচেতনতার অভাবে বজ্রপাতে চরাঞ্চলের কৃষক ও জেলেরা বেশি আক্রান্ত হন। এজন্য তাঁদেরকে সচেতন করে তুলতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর ধরণের প্রচারণা অব্যাহত থাকবে।’

আরও খবর

Sponsered content

Powered by