চট্টগ্রাম

রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৪:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ


সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :


‘দশ থেকে ঊনিশে, আমরা আছি তোমার পাশে’- এমন শ্লোগানে লক্ষীপুরের রায়পুরে কৈশোরবান্ধব কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কেন্দ্রটি চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু করেন।
কিশোর-কিশোরীরা এ কর্নারে এসে বিভিন্ন স্বাস্থ্যসেবা, পুষ্টি, আয়রন ট্যাবলেট খাবার নিয়ম, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয়ে সেবা পাবে বলে তিনি জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ, চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) এমরান হোসেন মঞ্জু, সঙ্গীতা বৈরাগী, মাহির হোসেন ও কর্নারের দায়িত্বপ্রাপ্ত সেবিকা তারা বেগম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘কৈশোর বা বয়ঃসন্ধিকাল একজন কিশোর-কিশোরীর জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময় কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে পা না বাড়ায়, এজন্য আমাদের কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র কাজ করে যাবে।’

আরও খবর

Sponsered content

Powered by