ঘটনাবলি

রাবি ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ২:৫৬:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপের গাফিলতি ও পুলিশ কতৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা দেয়ার পর এবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১২টার দিকে ভিসিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবরুদ্ধ করেন তারা।

এ সময় ভিসি সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদেরকে সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহ্বান করেন। কিন্তু শিক্ষার্থীরা বিনোদনপুর গিয়ে সবার সাথে আলোচনায় আসতে বলেন। এতে ভিসি সম্মত না হলে তাকে ভেতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে আটকে ধরেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এই অবস্থা চলছিল।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উত্তপ্ত করে তুলেন ক্যাম্পাস। এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগদান করছেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।

আরও খবর

Sponsered content

Powered by