বাংলাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে, জানালেন পরিকল্পনামন্ত্রী

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৫:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রমজানে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে বলে জানিয়েপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এ মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। গতকাল লন্ডনে দেখলাম নিত্যপণ্যের দাম আবারও বেড়ে গেছে। টমেটো, খিরার দাম আকাশছোঁয়া। তবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে কমে আসবে। হয়তো কিছু সময় লাগবে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। রমজানকে সামনে রেখে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান পরিচালনা করছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দেখার হাওররক্ষা বাঁধ পরিদর্শন শেষে শান্তিগঞ্জ উপজেলার সম্মেলনকক্ষে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনাকারীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্ছিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দেবেন, কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না।’

কৃষকদের ফসল রক্ষায় হাওররক্ষা বাঁধ স্থায়ী সমাধন নয় উল্লেখ করে এম এ মান্নান বলেন, বাঁধ হচ্ছে সিজনাল সমাধান। তবে হাওরের ধান রক্ষার দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে নদী খনন। প্রতি বছর সরকার কোটি টাকা ব্যয় করে কৃষকদের ফসল রক্ষা করার জন্য হাওররক্ষা বাঁধ নির্মাণ করছে। তবে সোনা, লোহা দিয়েও বাঁধ নির্মাণ করলে যদি পাহাড়ি ঢল আসে তাহলে সেই বাঁধ টিকবে না। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। আশা করি, সবাই একযোগে কাজ করলে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনুয়ারুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by