রাজধানী

মিজানুর রহমানকে ছেড়ে দিয়েছে ডিবি

  প্রতিনিধি ৯ জুন ২০২২ , ৬:২৪:০৬ প্রিন্ট সংস্করণ

অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান ফাইল ছবি/ফেসবুক

ভোরের দর্পণ ডেস্ক:

২০১৯ সালে ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে তৈরি ‘শরবত’ খাওয়াতে এসে আলোচনায় আসেন মিজানুর রহমান।

ঢাকার জুরাইনের এলাকার বাসিন্দা অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান মিজানকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তুলে নেওয়ার প্রায় ৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।

মিজানুর রহমান মিজানের স্ত্রী শামিম হাসেম খুকি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার।

এর আগে সকাল ১১টার দিকে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, “মিজানুর রহমান মিজানকে আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আনা হয়েছে।”

এদিকে বিকেল ৪টার দিকে মিজানুর রহমান মিজানের স্ত্রী শামিম হাসেম খুকি গণমাধ্যমকে বলেন, “মিজানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। আমি ও আমার মেয়ে তার সঙ্গে দেখা করতে ডিবি অফিসের ভেতেরে যাচ্ছি।”

উল্লেখ্য, মিজানুর রহমান ২০১৯ সালের ২৩ এপ্রিল ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে তৈরি “শরবত” এসে আলোচনায় আসেন মিজানুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by