ঢাকা

মহান স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ৫:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।

দিবসটির প্রথম প্রহরে ২৬ মার্চ রাত ১২.০১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিএম-এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব ব্রত পালের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহাবুব-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌর প্রশাসন, অধ্যক্ষ মো. জাকির হোসেনের নেতৃত্বে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিকের নেতৃত্বে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অন্যান্য চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের নেতৃত্বে এলজিইডি’র সকল প্রকৌশলীগণ, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌর প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুনের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে দপ্তরের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ও উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম ইছানুল কবীরের নেতৃত্বে জেলা পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেনের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলী গন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদের সম্মানার্থে  দাঁড়িয়ে সবাই এক মিনিটের নীরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাট শেষে সকলে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by