চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মামলা হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৬:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের বুড্ডায় বোরহান উদ্দিনের হাত কাটার মামলা তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী।আজ ৪ই নভেম্বর সকালে মোঃজাহের আলীর সভাপতিত্বে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্দনে বক্তব্য রাখেন, মোঃফিরোজ আলী, মোঃ সোহাগ মিয়া ও ভিকটিম বোরহান উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী।এসময় বক্তারা বলেন,দেলোয়ার মিয়া ও সেলিম মাষ্টার বোরহান উদ্দিন কে ব্রিক ফিল্ডে কাজ দেয়ার পর ঝামেলা হলে তাকে মারধর করে হাসপাতালে ভর্তি করালে বোরহান উদ্দিনের পরিবারের অনুমতি না নিয়ে তার ডানহাত কেটে ফেলে পরবর্তীতে দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, ছালেক মিয়া, রাজ্জাক মিয়া সাং কুচনি ইউপি নোয়াগাও এবং সেলিম হাজীকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন ভিকটিমের পিতা ফিরোজ মিয়া যাহার নং-সি আর ৪১/১৯, এক পর্যায়ে মামলার তদন্ত সি আইডি তে দিলে সি আইডি তদন্ত করে আদালতে রির্পোট দেওয়ার পর আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা হুমকি দেয়,ভিকটিম বোরহান উদ্দিন বলেন আমার ডান হাত কেটে ফেলার পর আমি ও আমার পরিবার অসহায় হয়ে গেছি,বাড়ী ঘর সহায় সম্পদ সব বিক্রি করে দিয়েছি,আসামীরা আমাকে ও আমার পরিবারকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি।এলাকার কয়েকশত লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা আসামীসহ হুমকিদাতাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আরও খবর

Sponsered content

Powered by