বাংলাদেশ

বিএনপিকে পাঠানো চিঠির জবাবের নির্বাচন কমিশন (ইসি) অপেক্ষা করবে

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৬:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপিকে পাঠানো চিঠির জবাবের জন্য কিছুটা সময় পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) অপেক্ষা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির কাছ থেকে চিঠির উত্তর পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সিইসি বলেছেন লিখিত দিয়েছি, লিখিত উত্তরের আশা করছি। আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করব। এরপর আবার বসে সিদ্ধান্ত নেব। আমরা কমিশন বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

ইসি থেকে অন্য কোনো দলকে চিঠি দেবেন কি না, এ প্রশ্নের উত্তরে মো. আলমগীর বলেন, ‘আমরা এ নিয়ে আগামীকাল আলোচনা করব। সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যখন যাকে প্রয়োজন মনে করবো আমরা আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে পারি।’

অপর এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের কাজই হচ্ছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, শান্তিপূর্ণ নির্বাচন হোক। কমিশনের কাজ নিবন্ধিত সব দলকে নিয়ে নির্বাচন করা। এজন্য সংবিধান, আইনে যা আছে তাতে যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তার সব করবে। আমরা আশাবাদী মানুষ। নির্বাচনের অনেক সময় আছে। এর মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে।’

বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মনে করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ৪০টি নিবন্ধিত দল আছে এবং এ বছর যারা নিবন্ধন পাবে, সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করলে সেটাকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলব। তবে বাস্তবতা হচ্ছে যে দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সবগুলো দল অংশগ্রহণ করেনি। কাজেই সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়নি বলা যাবে না।’

মো. আলমগীর বলেন, ‘আপনারা দেখবেন ৭০ সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি। কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এক-দুইটা রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেই যে অংশগ্রহণমূলক বলা যাবে না, একথা বলা যাবে না। তবে এটা ঠিক যে যেগুলো বড় বড় রাজনৈতিক দল আছে, সে বড় বড় দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। কোননো দল না আসলে কমিশনের কিছু করার নেই।’

আরও খবর

Sponsered content

Powered by