বাংলাদেশ

বড় বড় দেশ ১৯৭১ সালে পাকিস্তানকে অস্র দিয়েছে

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৮:০০:০১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজ্জামেল হক বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছে। স্বাধীনতার ৫২ বছর পরও সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যারা গণতন্ত্রের কথা বলে, তারা এ ক্ষেত্রে নীরবতা পালন করায় স্বীকৃতি দেওয়া হচ্ছে না।

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় এমন কথা বলা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, সংসদ সদস্য মো. শাজাহান খান, এশিয়া জার্স্টিস অ্যান্ড রাইটসের প্রেসিডেন্ট প্রেট্রিক বারর্জেস, মুক্তিযোদ্ধা জাদুঘরের বোর্ড অব ট্রাটিজের সদস্য মফিদুল হক।

মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজ্জামেল হক বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নেতৃত্বে তার দেশের সেনাবাহিনী সদস্যরা আমাদের ওপর নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। আমাদের ওপর তারা শোষণ করেছে। সংখ্যাগরিষ্ঠ থাকার পরও তারা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা তুলে না দিয়ে অত্যাচারে লিপ্ত হয়।’

তিনি বলেন, বর্তমানে যেসব বড় বড় দেশ গণতন্ত্রের কথা বলছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়েছে। অস্ত্র দিয়ে তাদের সহয়তা করেছে। তাদের আপত্তির কারণে ১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানের চালানো গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। স্বীকৃতির বলয় পাকিস্তানের হাতে হওয়ায় তা দেওয়া হচ্ছে না। এ স্বীকৃতি পেতে কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম বলেন, বিগত ৩২ বছর ধরে নানাভাবে চেষ্টা করলেও ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানের সৈনদের গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বিষয়টি আমরা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে আমরা এ দাবি জানিয়ে আসছি। আমাদের ন্যায্য দাবি আদায়ে ছাড় দেওয়া হবে না।

মূল প্রবক্তা এশিয়া জার্স্টিস অ্যান্ড রাইটসের প্রেসিডেন্ট প্রেট্রিক বারর্জেস বলেন, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্রে পরিণত হওয়ার সময় বাংলাদেশের মানুষের ওপর গণহত্যার বীজ বপণ হয়। সীমানা ও ভৌগলিক কারণে উভয় দেশের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সেই প্রভাব বাংলাদেশের মানুষের ওপর পড়ে। তার প্রেক্ষাপটেই এ দেশে গণহত্যা চালায় পাকিস্তান।

বিজ্ঞাপন

প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভৌগলিক অনেক পার্থক্য রয়েছে। তাই ভাষা ও ধর্মের কারণে অভিন্ন রাষ্ট্র হতে পারে না। তারা ধর্মের কারণে বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাষ্ট্র বানাতে চেয়েছে। এ দেশে ভারতের প্রভাবমুক্ত করার চেষ্টার নামে মানুষকে গণহত্যা চালিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by