রাজশাহী

বড়াইগ্রামে ২০০ দরিদ্র পরিবারের জন্য উন্নত টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ৬:৪৮:৫৪ প্রিন্ট সংস্করণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ২০০ দরিদ্র পরিবারের জন্য বাড়ি ভিত্তিক উন্নত টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বনপাড়া কালিকাপুর আদিবাসীপাড়ায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন। বিশ^ ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বনপাড়া পৌরসভার সহযোগিতায় এ কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, ওয়াটার সুপার রাউফুল ইসলাম, সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, মোহিত কুমার সরকার সহ অন্যান্য কাউন্সিলরগণ ও স্থানীয় সুধীজন।
পৌরসভার দরিদ্র পরিবারে উন্নত স্যানিটেশন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রতিটি টয়লেট ৫০ হাজার ৫শত টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

Powered by