খুলনা

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরি করতে হবে : রাজ্জাক খান রাজ

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৮:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ



নিজস্ব প্রতিবেদক :


মিনিষ্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান চুয়াডাঙ্গার কৃতি সন্তান এম এ রাজ্জাক খান রাজ বলেছেন, আগামী দিনের বিশ্ব হবে জ্ঞানভিত্তিক। আজকের শিশু-কিশোররা হবে দেশের প্রাণভোমরা। তাই এখন থেকে শিশু-কিশোরদের জ্ঞানের দিকে নিয়ে আসতে পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরি করতে হবে। তিনি বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জনের উপর জোর দিতে আহ্বান জানান।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এর আয়োজনে শিশু ও কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তি । তিনি তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আরও খবর

Sponsered content

Powered by