শিল্প-সাহিত্য

ফিল্ম ফর আস- এর মাসব্যাপী অনলাইন ডকুমেন্টারি ফিল্ম মেকিং ওয়ার্কশপ সম্পন্ন

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২১ , ৫:২৭:০২ প্রিন্ট সংস্করণ

সমাপনী দিবসে আয়োজক, অতিথি ও শিক্ষার্থীদের একাংশ

এএমসি শাহরিয়ার:

নতুন ফিল্ম মেকার তৈরি করার প্রত্যয়ে ফিল্ম ফর আস্ এর মাসব্যাপী অনলাইন ডকুমেন্টারি ফিল্ম মেকিং ওয়ার্কশপ’র “ফিল্ম স্ক্রীনিং এন্ড ডিরেক্টরস টক” ৩০ ডিসেম্বর,২০২০-এ সম্পন্ন হয় । এতে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলম খোরশেদ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গানার্স ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহী শাহীন আখতার, সেন্টার ফর নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড আল্ট্রাসাউন্ডের সি এম ও, প্রফেসর ডাঃ এ এইচ এম রকিবুল হক, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন, ঢাকার নাট্যদল বটতলার অন্যতম সদস্য হুমায়ুন আজম রেওয়াজ, যমুনা টেলিভিশনের সিনেমাটোগ্রাফার রোকন জাবেদ ।

মানসম্পন্ন চলচ্চিত্র শিক্ষাকে সহজলভ্য করতে ও নতুন ফিল্ম মেকার তৈরি করার প্রত্যয়ে  “ফিল্ম ফর আস’র” ব্যতিক্রমী উদ্যোগে ২০নভেম্বর, ২০২০ হতে  ১৯  ডিসেম্বর ২০২০ পর্যন্ত অনুষ্ঠিত “মেইক ইউর ফিল্ম উইথ হোয়াট ইউ হেভ” শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করা হয় । পুরো কোর্সটি পরিচালনা করেন ফিল্ম ফর আস্’র প্রতিষ্ঠাতা ও  পরিচালক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পারফরমিং আর্টস্ বিভাগের ফ্যাকাল্টি ও কো-অর্ডিনেটর  মাসউদুর রহমান।

কোর্সের কমিউনিকেশন সমন্বয়কারী ছিলেন ফিল্ম ফর আস নির্বাহী সাদিয়া আফরীন । “ফিল্ম স্ক্রীনিং এন্ড ডিরেক্টরস টক” অনুষ্ঠানে ওয়ার্কশপে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নির্মিত নতুন ফিল্ম যথাক্রমে মারুফ আদনানের “হ্যান্ডস ক্যান টক্”, সুমাইয়া রূপন্তীর “বুকস্ ইর্ম্পোট্যান্টস”, এস.বি. টুপসীর “এনজেলস অন ডিউটি”, ওমর মোহাম্মদের “দ্য কেইজ”, শাহরিয়ার হান্নানের “ইটস্ মাই লাইফ”, জসিম উদ্দিন ইমনের “এ ডে ইন ডেপিং”, বর্ণিক বৈশ্যের “লাইফ ইন কেইজ”এবং শাহাদাত হোসাইনের “হার্ড নক লাইফ” প্রদর্শিত হয়।

প্রধান আলোচক বিস্তার-চট্টগ্রাম আর্টস কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক মাসুদুর রহমানের ভূয়শী প্রশংসা করে বলেন “ফিল্ম ফর আস’র “মেইক ইউর ফিল্ম উইথ হোয়াট ইউ হেভ” ওয়ার্কশপ নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যেটি ভবিষ্যতে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে আরো নতুন নির্মাতা তৈরি করবে ।”

 

আরও খবর

Sponsered content

Powered by