বাংলাদেশ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৫:০৫:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বৃহস্পতিবার রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিএমএমের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন শামসের আইনজীবী প্রশান্ত কর্মকার।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় শামসকে। এ সময় আদালতে রমনা থানা পুলিশ তাকে আটকে রাখার আবেদন করে। আর শামসের আইনজীবী আবেদন করেন জামিনের। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন। একইসাথে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে সাদা পোশাকে শামসকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এরপর আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি দল তাকে আদালতে নিয়ে যায়।

 

Powered by