ঢাকা

পোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৮:০৪:৫৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের চিকিৎসকদের সার্টিফিকেট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কয়েকশত ভুক্তভোগী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে হাসপাতালটির নানা অনিয়মের প্রতিবাদে বক্তারা বলেন- সহকারী পরিচালক এবং আরএমও স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে  দীর্ঘদিন ধরে সার্টিফিকেট বাণিজ্য করে আসছেন। ছোট-খাটো আঘাতপ্রাপ্তদেরকে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ৩২৬ ধারার সার্টিফিকেট আবার গুরুতর আহতদের দেওয়া হচ্ছে সাধারণ সার্টিফিকেট। বক্তরা আরো বলেন, কর্তৃপক্ষের অনিয়ম আর গাফিলতির কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও চরমভাবে ব্যহত হচ্ছে। ভূক্তভোগীরা হাপাতালের চিকিৎসা ব্যবস্থায় সকল অনিয়ম দূর করতে প্রধানমন্ত্রী ও শেখ ফজলুল করিম সেলিম এমপি হস্তক্ষেপ কামনা করেন।

আরও খবর

Sponsered content

Powered by