খুলনা

পাইকগাছায় মিথ্যা ওহয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪৯:৫৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক ও তার পরিবারের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রন্জন সেন।যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,সহ- সভাপতি আঃ আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ,কৃষ্ণ রায় সহ অন্যান্যরা। মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত হয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,প্রাথমিক তদন্ত ছাড়াই
সাংবাদিক রাজ্জাক ও তাঁর পরিবারের নামে রেকর্ড করা হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। মামলা থেকে সাংবাদিক ও তার পরিবারে সদস্যদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্হিত সাংবাদিকরা।

আরও খবর

Sponsered content

Powered by