ক্রিকেট

নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই, বললেন মাশরাফি

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ২:৫১:১০ প্রিন্ট সংস্করণ

মাশরাফি বিন মুর্তজা, ফাইল ছবি ।

ভোরের দর্পণ অনলাইন:

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে শামিল হয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ। ব্যতিক্রম নন, ক্রিকেটাঙ্গনের সদস্যরাও। জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। এবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এই প্রতিবাদে শামিল হয়েছেন। ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।

আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

আরও খবর

Sponsered content

Powered by