বরিশাল

দৌলতখানে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ৬:৪৫:৫২ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

খরিপ-১/ ২০২৩ খ্রি. মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় দৌলতখানে মোট ৪ হাজার ৫ শত প্রান্তিক কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হবে। এ প্রণোদনা কর্মসূচির আওতায়  ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ রয়েছে।

রবিবার (২৬মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদফতরের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ওই বিনামূল্যের সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। এসময় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by