বিনোদন

দেশের মিউজিক ইন্ডাষ্ট্রিতে আস্থার নাম বলাই দাস সাগর

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৭:১৪ প্রিন্ট সংস্করণ


বিনোদন রিপোর্টার :

বলাই দাস সাগর। নিজ যোগ্যতা আর দক্ষতার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে তথা দেশের মিউজিক ইন্ডাষ্ট্রিতে অত্যান্ত পরিচিত করে তুলেছেন। তিনি খুব ছোট বেলা থেকেই তবলা, ঢোলক, পারকাশন এবং ড্রামস বাজিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যা হাতের যাদুতে মজেছেন সঙ্গীতপ্রেমী হাজারও মানুষ।
২০০০ সালে সিলেটে শুরু হয় তার মিউজিকের পথচলা। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৫ সালে ঢাকায় এসে দেশের গুণী এবং জনপ্রিয় সব শিল্পীদের সাথে যন্ত্রশিল্পী হিসেবে বাজাতে শুরু করেন। ধীরে ধীরে তার বাজানোর দক্ষতায় শিল্পীদেরও মুগ্ধ করেন। অর্জন করেন আস্থা। পাশাপশি গুণী শিল্পীদের ভালোবাসা অর্জনেও সক্ষম হন বলাই দাস সাগর। তিনি সৈয়দ আব্দুল হাদী, সাবিনা চৌধুরী, এস.ডি. রুবেল, মনির খান, ডলি সায়ন্তনী, আখি আলমগীর, মিলা এন্ড ফ্রেন্ডস্সহ অনেক জনপ্রিয় শিল্পীদের সাথে সঙ্গীত করেছেন এবং বর্তমানেও ব্যস্ত সময় পার করছেন। এই গুণী মিউজিশিয়ানের জন্ম সিলেট সুনামগঞ্জের নারকিলা গ্রামে। তার বাবা কামিনী কুমার দাস। তিনি শৈশবে বাবার কাছেই তালিম নেন। পরবর্তীতে ওস্তাদ অলক চৌধুরীর কাছে তালিম নেন। পরবর্তীতে ওস্তাদ অলক চৌধুরীর কাছে তালিম নেন। বলাই দাস সাগর কোরিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের কনসার্টে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি আনসার ভিডিপি বাহিনীর অর্কেষ্ট্রা টিমে যন্ত্রশিল্পী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content

Powered by