বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১১

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৭:৩০:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি দুইজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে ৩৭ জন ঢাকার মধ্যে এবং ৩৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২২৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ১৮৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ২০১ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by