খেলাধুলা

আরব আমিরাতেই হচ্ছে এবারের আইপিএল

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১২:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

একদিন আগেই ঘোষণা আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায়, করোনা পরিস্থিতিতে হচ্ছে না এবারের বিশ্বকাপ। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ না হলেও ঠিকই হচ্ছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতেই বসতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর।

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা জানায়, আইপিএলের গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

তবে টুর্নামেন্টের নিশ্চয়তা দিলেও সময়সূচি নিয়ে এখনো কিছু জানাননি আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। তবে আগামী সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এখন শুধু দেশের সরকারের ছাড়পত্র দরকার।

সংবাদ সংস্থা এএফপিকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, সেপ্টেম্বরে দুবাইয়ে আইপিএল আয়োজনের জন্য ভারত সরকারের অনুমতি লাগবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে নিয়ে যাওয়ায় এ বছর দেরিতে হলেও টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিসিআই।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘এটা দুবাইয়ে অনুষ্ঠিত হবে, তবে সবার আগে আমরা সেখানে আয়োজনের জন্য ভারত সরকারের অনুমতি নেব।’ টুর্নামেন্টটি ঠিক কবে শুরু হবে, তা আইপিএলের পরিচালনা পর্ষদ ঠিক করবেন আগামী সপ্তাহের বৈঠকে। তবে ব্রিজেশ প্যাটেল আরো বলেন, ‘আমরা সেপ্টেম্বর-অক্টোবরের কথা ভাবছি। নভেম্বর পর্যন্ত গড়াতে পারে।’

চলতি বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়। আগামী বছরের অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্ট। ফাইনাল হবে ১৪ নভেম্বর। ২০২১ সালের বিশ্বকাপ পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। আর ফাইনাল ১৩ নভেম্বর।

Powered by