ঢাকাMonday , 24 May 2021
  • অন্যান্য
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. উপ-সম্পাদকীয়
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. ঘটনাবলি
  10. চাকরি ডেস্ক
  11. জাতিসংঘ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দর্পণ জবস
  14. দেশজুড়ে
  15. ধর্ম

লালমনিরহাটের সেই নবজাতকের ঠাঁই হচ্ছে ছোট মনি নিবাসে

AMC Shahriar
May 24, 2021 6:58 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হচ্ছে রাজশাহী ছোট মনি নিবাসে। ওই নবজাতক (মেয়ে) নিয়ে আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সমাজ সেবা বিভাগ। পাটগ্রাম সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতককে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটি উদ্ধার করে সমাজ সেবা বিভাগকে হস্তান্তর করেন। সমাজ সেবা বিভাগের মাধ্যমে নবজাতকটি বতর্মানে মিনা বেগম নামে ওই মহিলার কাছে রয়েছে। পাটগ্রাম সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম বলেন, আমরা যতদূর জানি নবজাতকটি দত্তক পেতে ইতোমধ্যে ৭ জন আদালতের আশ্রয় নিয়েছেন।

তাদের মধ্যে মিনা বেগমও রয়েছেন। আরো অনেকে আদালতে আবেদন করতেছেন। যে কারণে আদালতের সিদ্ধান্ত আসতে একটু বিলম্ব হতে পারে। তাই নিরাপত্তাজনিত কারণে নবজাতকটিকে রাজশাহী ছোট মনি নিবাসে পাঠানো হচ্ছে। পরে আদালতের সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।