ঢাকাFriday , 3 March 2023
  • অন্যান্য
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. উপ-সম্পাদকীয়
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. ঘটনাবলি
  10. চাকরি ডেস্ক
  11. জাতিসংঘ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দর্পণ জবস
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মেসিকে ‘হত্যার’ হুমকি, রেস্টুরেন্টে গুলি

AMC Shahriar
March 3, 2023 2:41 pm
Link Copied!

ভোরের দর্পণ ডেস্ক :

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ‘হত্যার’ হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক গুলি ছোড়া হয়েছে। আর্জেন্টিনার রোজারিও’তে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।    

বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়া মেসির বাড়ি রোজারিওতে। সেখানে বড় একটা বাড়ি আছে তাদের। রোজারিওতে ব্যবসা আছে মেসির স্ত্রী রোকুজ্জের পরিবারের। আছে নিজেদের রেস্টুরেন্ট। ইউনিকো নামের ওই ফুড স্টোরে ১৪টি গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

মোটর বাইকে এসে দু’জন ব্যক্তি ওই গুলি ছুড়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তারা পালানোর আগে মেসিকে হুমকি দিয়ে বার্তা রেখে গেছে। 

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেসি ও রোকুজ্জে। ছবি: গোল

তাতে লেখা, ‘মেসি আমরা আপনার (পড়ুন তোর) অপেক্ষায় আছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে আপনাকে (পড়ুন তোকে) রক্ষা করতে পারবে না।’ পাবলো জাভকিন হলেন রোজারিও’র মেয়র। তাকে মাদক ব্যবসায়ী অ্যাখ্যা দিয়ে হুমকি দেওয়া হয়েছে মেসিকে। 

ওই ঘটনায় মেয়র জাভকিন উদ্বেগ প্রকাশ করেছেন। শহরে বিশেষ করে ঘটনাস্থলে বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা বলেছেন। দুর্বৃত্তদের ওই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে মেসি বা রোকুজ্জের পরিবারের কারো মন্তব্য পাওয়া যায়নি।