ঢাকাSaturday , 18 March 2023
  • অন্যান্য
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. উপ-সম্পাদকীয়
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. ঘটনাবলি
  10. চাকরি ডেস্ক
  11. জাতিসংঘ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দর্পণ জবস
  14. দেশজুড়ে
  15. ধর্ম

পীরগঞ্জে রমজান উপলক্ষে খাদ্য সমগ্রী বিতরণ

AMC Shahriar
March 18, 2023 8:49 pm
Link Copied!


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে এনা ট্রান্সপোর্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ৪ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খালাশপীর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খাদ্য সমগ্রী বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন, মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মনজু, এনা ট্রান্সপোর্ট লি. এর মহাখালী শাখার ব্যবস্থাপক প্রতীক হাসান, গাবতলী শাখার ব্যবস্থাপক রেজোয়ান আহম্মেদ, রংপুর অঞ্চলের ব্যবস্থাপক গাজীউর রহমান গাজী, বগুড়া শাখার ব্যবস্থাপক খোকনসহ ইউপি সদস্যবৃন্দ। এসময় গাবতলী শাখার ম্যানেজার রেজোয়ান আহম্মেদ জানান, প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উল্লাহ সাহেবের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে মদন খালি ইউনিয়নের ৪৫০টি পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।