পাইকগাছা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় ব্রততী রায় শিশু প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের ১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ প্রদান করা হয়। মিলন কুমার রায়ের পরিচালনায় নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজিৎ কুমার রায়। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস,সমীরণ সাধু,দুলাল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন মুজাম্মেল হক,ইউপি সদস্য আব্দুল আজিজ,জগন্নাথ দেবনাথ,শিব শংকর রায়,নুরালী মোড়ল। সভা শেষে বিদ্যালয়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।