আশুলিয়া ঢাকা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে বগাবাড়ী এলাকার সিটি সেন্টার মাঠে এই আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল শেষে কেক কাটা হয়।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন এবং সঞ্চালনা করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মোঃ শাহাদাৎ হোসেন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান, ঢাকা জেলা পরিষদের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক মুন্সি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল মাদবর, আশুলিয়া থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিল প্রধান সহ থানা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।