ঢাকাTuesday , 14 March 2023
  • অন্যান্য
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. উপ-সম্পাদকীয়
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. ঘটনাবলি
  10. চাকরি ডেস্ক
  11. জাতিসংঘ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দর্পণ জবস
  14. দেশজুড়ে
  15. ধর্ম

আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রদর্শিত হলো Chittagong dernière escale

AMC Shahriar
March 14, 2023 9:42 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১১টায় Chittagong dernière escale ফিল্ম দেখানো হয়।

 প্রোগ্রামের উদ্ভোধন করেন ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড শিশির ভট্টাচার্য্য।

ফ্রান্স – বাংলাদেশ যৌথ প্রযোজনায় এটাই প্রথম ও শেষ ছবি। এটাই প্রথম ছিল,এরপর আর কোনো যৌথ প্রযোজনায় ছবি হয়নি।

সিনামাটি ১৯৯৮ সালে শুট করা হয়। তখন বাংলাদেশে ভয়াবহ বন্যা। তখন বন্যার সময়ের প্রামাণ্যচিত্র সিনেমাটির মাধ্যমে তুলে ধরা হয়। সিনেমার প্রত্যেক দৃশ্যে ফুটে এসেছে সেই সময়ের বন্যার অপরিহার্য চিত্র।

সিনেমা দেখা শেষে একজন উপস্থিত শিক্ষার্থী জানান এমন ঐতিহাসিক বাস্তবতা চিত্র গুলো আমাদের অনেক কিছু জানতে সহায়তা করে। বহিঃবিশ্বের ফরাসি দেশ বাংলাদেশ নিয়ে এমন সিনেমার তৈরী করা প্রশংসা পাওয়া মতো। আমরা চাই এভাবে কাজ গুলো আরো বেশি বেশি করে হউক এতে করে সম্পর্ক উন্নয়ন হয়।

সিনেমা প্রদর্শন শেষে আলোচনা পর্বে ছবির পরিচালক Leon Desclozeaux ও সহযোগী  প্রযোজক ড. শিশির ভট্টাচার্য্য নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রশ্ন উত্তর পর্বে তরুণদের জিজ্ঞাসা জানতে চান। তরুণ শিক্ষার্থী যারা ফিল্ম নিয়ে আগ্রহী তারা প্রশ্ন করেন এবং একইসাথে ভবিষ্যতে চলচ্চিত্র বানানোর স্বপ্নের অভিব্যক্তি শেয়ার করেন।